জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের হাত ধরে আমুল পরিবর্তন হতে চলেছে জামালপুরের যোগাযোগ ব্যাবস্থাপনা।
আগামী জুন/জুলাই মাসের মধ্যেই জামালপুরে চলবে নতুন আরো ৪টি ট্রেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান বলেন, আমি জামালপুরকে দেশের দৃষ্ঠান্ত করতে চাই। জামালপুরকে অনেক উন্নত শহরে পরিণত করতে চাই। এই ধারাবাহিকতায় আগামী জুন/জুলাই মাসের মধ্যেই আমি জামালপুরে নতুন ৪টি আন্তঃনগর ট্রেনের ব্যবস্থা করতে যাচ্ছি। যেন জামালপুরবাসির যাতায়াতের কোন সমস্যা না থাকে।
ট্রেনগুলি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন, এডভোকেট মতিয়র রহমান, তারাকান্দি, সরিষাবাড়ি, জামালপুর ময়মনসিংহ হয়ে ঢাকা যাবে।
আবার ঢাকা থেকে ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, তারালকান্দি, এডভোকেট মতিয়র রহমান স্টেশন, বঙ্গবন্ধু সেতু পূর্বে যাবে।
জামালপুরে ৪টি ট্রেন সংযোক্ত হলে জামালপুরবাসির যাতায়াতের সুবিধা আরো বেড়ে যাবে। জনদূর্ভোগ কমে যাবে। উন্নত হবে জামালপুর।
আপনার মতামত দিন
[…] […]