জামালপুর জেলার দেওয়ানগঞ্জে উপজেলার বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সুমন নিখোঁজ হয় গত ০৫-১১-২০১৮ইং তারিখে। তিনি তার কাপড়ের দোকানের জন্য শীতবস্ত্র আনার জন্য গাজীপুর উদ্দেশ্যে রওনা হন। তার পর থেকেই তিনি নিখুজ রয়েছেন। রমনা থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। তিনি আলহাজ্ব খালেক খানের ছেলে।
নিখুজ হওয়ার চার (০৪) দিন পর তার লাশের সন্ধান পাওয়া যায়। খিলগাও থানা পুলিশের সহায়তায় ব্যবসায়ী সুমনের লাশ উদ্ধার করা হয়েছে।
পরিবারের সূত্রে জানা যায়, সুমন প্রায়ই ব্যবসায়ী কাজে ঢাকা অথবা গাজীপুর যেত, কিন্তু কখনো তার কোন সমস্যার সম্মুখীন হয়নি।
(রিপোর্টটি লেখা পর্যন্ত লাশটি এখনো তার পরিবারের আছে হস্তান্তর করা হয়নি)
আপনার মতামত দিন