জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৩নং পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. সোহেল রানা আনারস প্রতীকে ৬ হাজার ৮৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রার্থী লেমন ঘোড়া প্রতীকে ৬ হাজার ৪৭৫ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আর নৌকা নৌকা প্রার্থী ফজলে রাব্বি জুয়েল ৬ হাজার ২১২ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
আজ শনিবার (৫ ডিসেম্বর) বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৩নং পাররামরামপুর ইউনিয়ন পরিষদের পুন-নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ইউনিয়নের মোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলঃ
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেলাল হোসেন দেওয়ানগঞ্জ নিউজকে জানান, পাররামরামপুর ইউপির নির্বাচন অবাধ সুষ্টু ও নিরপেক্ষ হয়েছে। নির্বাচনী ১২টি কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি।