প্রথম ধাপের পৌর নির্বাচনে নেত্রকোনার হাওর অঞ্চল মদন পৌরসভায় মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাইফুল ইসলাম সাইফ।
সোমবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণে নৌকা প্রতীক নিয়ে সাইফুল ইসলাম সাইফ পেয়েছেন ৩ হাজার ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেওয়ান মোদাচ্ছের হোসেন জগ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৬৯ ভোট।
এদিকে প্রথমবারের মতো ইভিএমে ভোট দিয়ে আনন্দিত মদন পৌরসভার ভোটাররা। ইভিএম সাড়া ফেলেছে তরুণদের মাঝেও। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ভোট পড়েছে ৭০ দশমিক ৩৬ শতাংশ।
আপনার মতামত দিন